ই পাসপোর্ট করতে কি কি কাগজপত্র প্রয়োজন ২০২৪
বর্তমানে আমরা ঘুরতে বলুন ডাক্তার দেখাতে বা সরকারি যে কোন কাজের ক্ষেত্রে বলুন বিদেশে গিয়ে থাকি। সে ক্ষেত্রে আমাদের পাসপোর্ট অত্যন্ত জরুরী বিষয়। আমরা সবাই জানি পাসপোর্ট লাগে কিন্তু পাসপোর্ট করতে কি কি লাগে এই বিষয়টা না জানার কারণে অনেকের অনেক ভোগান্তির শিকার হয়। যে বিষয়টা খুব সহজ, আমরা কারো কাছ থেকে শুনতে গেলে অনেক কঠিন মনে হয় এবং কি কি দরকার হয় বা প্রয়োজনের অধিক কিছু বলে থাকে।
এখন পাসপোর্ট এর নতুন আপডেট এসেছে পুরানো MRP পাসপোর্ট এর পরিবর্তে এখন ই পাসপোর্ট ইস্যু করা হয়। আপনি ইচ্ছা করলেও আগের মত MRP পাসপোর্ট আর তৈরি করতে পারবেন না। এখন আপনাকে ই পাসপোর্ট করতে হবে।
আগে পাসপোর্ট করতে আমাদের দালাল ধরতে হতো এটা অত্যন্ত কষ্টকর বিষয় ছিল। তারা নানাভাবে আমাদের ভোগান্তি করত এখন পাসপোর্ট করার জন্য অনলাইনে আবেদন করলেই হয়। এশিয়ার মধ্যেও প্রথম বাংলাদেশ ই পাসপোর্ট সেবা চালু করেছে। খুব সহজেই অনলাইন এর মাধ্যমে আবেদন করা হয়। ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদ দিয়ে সহজেই পাসপোর্ট এর আবেদন করা সম্ভব। তবে পাসপোর্ট এর ধরন হিসাবে ডকুমেন্টগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
পাসপোর্ট এর ধরন
- সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট
- প্রাপ্তবয়স্কদের পাসপোর্ট
- শিশুদের পাসপোর্ট
ই পাসপোর্ট করতে কি কি লাগে
যাদের বয়স ২০ বছরের নিচে তাদের প্রয়োজন হয় জন্ম নিবন্ধন সনদ। আর প্রাপ্তবয়স্কদের এ পাসপোর্ট করতে জাতীয় পরিচয় পত্র লাগে। তবে যারা এখনো আইডি কার্ড হয়নি বা হাতে পাননি তাদের জন্য জন্ম নিবন্ধন ব্যবহার করে আবেদন করতে পারেন।
সরকারি চাকরিজীবীদের জন্য ই পাসপোর্ট করতে লাগে NOG বা GO। এবং এর সঙ্গে নাগরিক সনদ অথবা চেয়ারম্যানের সার্টিফিকেট এবং পেশাজীবী প্রমাণপত্র জমা দিতে হয়।
যাদের জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধনের অনেক ধরনের নামের বানান বা অন্যান্য ভুল থাকে তারা অবশ্যই এটা সংশোধন করে নিয়ে তারপর পাসপোর্ট করতে যাবেন, নইলে পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট আটকে থাকবে। এবং আপনাকে অনেক ভোগান্তির শিকার হতে হবে।
সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র
- ভোটার আইডি কার্ডের কপি
- নাগরিক সনদপত্র
- বিদ্যুৎ বিল এর কাগজ
- অনলাইনে আবেদন সারাংশ
- আবেদনের পর অনলাইনে আবেদনের কপি
- পিতা-মাতার এনআইডি কার্ড ফটোকপি (প্রয়োজন হলে)
- বিবাহিত হলে নিকাহনামা
- দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
- NOG বা GO
যারা সরকারি কাজে দ্রুত দেশের বাহিরে যাওয়ার আদেশ রয়েছে তাদের জন্য GO (Government Order) প্রয়োজন। সরকারি চাকরিজীবীরা পাসপোর্ট এর আবেদন করলে বিশেষ কোন কিছু তাদের প্রয়োজন হয় না NOG বা GO ডকুমেন্ট সংগ্রহ করে জমা দিতে হয় এই ডকুমেন্টগুলো ব্যতীত সরকারি চাকরিজীবীরা বাহিরে যেতে পারবে না, এবং এই ডকুমেন্টগুলো জমা দিলে খুব সহজেই পাসপোর্ট হয়ে যায়।
প্রাপ্তবয়স্কদের জন্য পাসপোর্টে ডকুমেন্ট
- এনআইডি কার্ডের ফটোকপি
- বিদ্যুৎ বিলের কাগজ দুই থেকে তিন মাসের মধ্যে
- অনলাইন আবেদন সারাংশ
- ইউনিয়ন অথবা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র
- অনলাইন আবেদনের কপি
- আবেদন ফ্রি ব্যাংক ড্রাফ করে এ চালানোর কপি
- স্টুডেন্ট হলে শিক্ষা প্রতিষ্ঠানের কার্ড
- পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
- বিবাহ হলে নিকাহনামা
- দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
শিশুদের ই পাসপোর্ট করতে কি লাগে
- পিতা-মাতার এনআইডি কার্ডের ফটোকপি
- অনলাইন জন্ম নিবন্ধন সনদ
- অ্যাপ্লিকেশন সামারি
- আবেদনের কপি
- পিতা-মাতার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
- পাসপোর্ট ফ্রী পরিষদের একটি কপি
- এক কপি থ্রি আর সাইজ সাদা ব্যাকগ্রাউন্ড এর ল্যাপ পিন্ট কালার ছবি
- আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
সকল কাগজপত্রের আপডেট তথ্য থাকতে হবে। ফর্ম জমা দেয়ার আগে অবশ্যই দেখে নিবেন আপনার এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন বা অন্যান্য কাগজপাতির সঙ্গে ঠিক আছে নাকি তাহলে আর কোনরকম সমস্যা হবে না। আমার এই আর্টিকেলটি করে যদি আপনার উপকার পান অবশ্যই আমার পেজটা খুলে দেখবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url