অ থেকে ও স্বরবর্ণ দিয়ে মেয়েদের আধুনিক নাম
অ থেকে ও পর্যন্ত স্বরবর্ণ দিয়ে মেয়ে সন্তানের জন্য স্মার্ট এবং ইউনিক নাম অনেকেই খুঁজে থাকে। আপনিও কি এই ধরনের নাম খুঁজছেন আপনার সন্তানের জন্য? তাহলে বলব আপনার জন্য এই আর্টিকেলটি বেস্ট হবে। আপনি যে ধরনের নাম চাচ্ছেন এই আর্টিকেলের মধ্যে সে ধরনের নাম অবশ্যই পেয়ে যাবেন।
আমরা মেয়ে সন্তানের জন্য আধুনিক স্মার্ট নাম সবাই পছন্দ করি। এবং বাবা-মায়ের নামের সঙ্গে মিলিয়ে রাখার চেষ্টা করি। এই আর্টিকেলের মধ্যে প্রত্যেকটি অক্ষরের সুন্দর সুন্দর নাম রাখার চেষ্টা করেছি আপনারা যে অক্ষরের নাম চাইছেন অনায়াসেই সেটি পেয়ে যাবেন।
আমরা বাবা মায়েরা মনে করি আমার সন্তানের নামের একটি সুন্দর অর্থ থাকবে। এই কথা মাথায় রেখে প্রত্যেকটি নামের অর্থসহ আর্টিকেলটি লেখার চেষ্টা করেছি। অ থেকে ও পর্যন্ত স্বরবর্ণ দিয়ে সুন্দর সুন্দর নাম। চলুন কথা না বাড়িয়ে সুন্দর সুন্দর নামের দিকে চলে যায়।
অ দিয়ে মেয়েদের আধুনিক নাম
- অদ্রিতা = সূর্য
- অন্তরা = গানের অংশ
- অজিতা = যাকে কেউ জয় করতে পারে না
- অরুণিমা = সূর্যের লালিমা
- অপেক্ষা = প্রত্যাশা, আশা
- অম্বেষা = জয়ের সৌন্দর্য
- অনুষয়া = সূর্যোদয়
- অনুষ্কা = প্রেম, দয়া
- অনীশা = স্নেহ, ভালো
- অনামিকা = গুণী
- অতসী = নীল ফুল
- অপরা = বুদ্ধি, অসীম
- অর্পিতা = যা সমর্পণ করা হয়েছে
- অর্চিতা = পূজনীয়
- অধিলক্ষী = দেবী লক্ষ্মী
- অর্ভিতা = গর্ব
- অবনিকা = পৃথিবীর আরেক নাম
- অনুসূয়া = যার মধ্য হিংসা নেই
- অর্চিশা = আলোর কিরণ
- অনুশিলা = ভালো গুনে ভরপুর
- অনুভূতি = অনুভব করা
- অনুরিমা = যে সাথে থাকে
- অভিজিতা = বিজয়ী
- অনিন্দিতা = সুন্দরী
- অসীমা = সুন্দর মুখশ্রী
আ দিয়ে মেয়েদের আধুনিক নাম
- আহেলী = খাঁটি বা বিশুদ্ধ
- আয়ুশি = সু দীর্ঘ জীবনের অধিকারী
- আহানা = সূর্য থেকে নির্গত রশ্মির প্রথম কিরণ
- আকৃতি = এই শব্দের দ্বারা কোন কিছুর আকার বোঝানো হয়েছে
- আলতা = এমন একজন নারী যিনি পরীর ন্যায় সুন্দরী
- আরাধ্যা = এমন একজন নারী যিনি সব সময় সকলের দ্বারা সম্মানিত হয়েছেন
- আরুষী = সূর্য থেকে নির্গত রশ্মির প্রথম কিরণকে বোঝানো হয়ে থাকে
- আরিকা = এমন একজন রমণী যিনি তার রূপের জন্য সব সময় প্রশংসিত হচ্ছে
- আদৃকা = শব্দের অর্থ হলো পর্বতমালা
- আনিয়া = এমন এক নারীকে বোঝায় যিনি হলেন ভগবানের দেওয়া উপহার
- আচল = কোন একটি সারির প্রান্ত ভাগকে বোঝানো হয়
- আনন্দী = সুখী এমন এক রমণী
- আমানি = এমন একজন নারী যিনি বসন্ত ঋতুর মতো চির সবুজ মনের
- আর্চি = আগুনের শিখার ন্যায় প্রখর এমন একজন নারীকে বোঝানো হয়
- আরাধনা = কোন ঈশ্বরের আরাধনা করে থাকেন এমন একজন নারী
- আত্মজা = কন্যা বা মেয়ে
- আরাভি = এমন একজন নারী যিনি সবসময় শান্তিতে থাকতে পছন্দ করেন
- আস্থা = ভরসা বিশ্বাস
- আমিশা = সুন্দর
- আশা = ভরসা, আকাঙ্ক্ষা
- আভা =দীপ্ত, ঔজ্জ্বল্য
- আরতি = অনুরাগ
- আলপনা =নকশা
- আশামানি =নীল রং
- আধিরা = চন্দ্র
ই দিয়ে মেয়েদের আধুনিক নাম
- ইচ্ছামতী = স্বেচ্ছায় প্রবৃত্তকারিনী
- ইতি = সমাপন, সম্পূর্ণ করা
- ইলিনা = নির্মল, পবিত্র
- ইরাবতী = পরীক্ষিতের স্ত্রী
- ইন্দ্রজা = ইন্দ্রের কন্যা
- ইতু = এর অর্থ সূর্য
- ইন্দুলেখা =বাঁকা চাঁদ
- ইলা = বুধ পত্নী, জল
- ইভা = প্রাণবন্ত জীবন
- ইরা =,দক্ষের কন্যা অগ্নি প্রজ্জ্বলন কারিনী
- ইচ্ছা = বাসনা
- ইন্দু = চাঁদ
- ইন্দিরা = সৌভাগ্য দেবী
- ইদিকা = বসুন্ধরা
- ইন্দুকলা = চন্দ্রকলা
- ইন্দ্রনি = একটি পবিত্র নদীর নাম
- ইলিসা = পৃথিবীর রানী
- ইমলা = ঈশ্বর যাকে পূর্ণ করবেন
- ইধা = বুদ্ধিমত্তা
- ইকশানা = আকর্ষণীয় কন্যা
- ইনা = শক্তিশালী
- ইন্দ্রকান্তা = চন্দ্রের প্রিয়া
- ইন্দ্রাক্ষি = খুব সুন্দর চোখের অধিকারী
- ইন্দ্রানী = ইন্দ্রের স্ত্রী
- ইশিতা = সংকল্প করা
- ইতি = সম্পূর্ণ করা
ঈ দিয়ে মেয়েদের আধুনিক নাম
- ঈমা = অভিনব
- ঈপ্সিতা = যে নারীকে করা আকাঙ্ক্ষা হয়েছে
- ঈজা = যাকে ভরসা করা যায়
- ঈশা = পৃথিবীর রানী
- ঈশ্বরী = দেবী
- ঈশানি = মা দুর্গা
- ঈভাকা = ধরণী রক্ষাকারিনী
- ঈশাত = সুসংবাদ প্রাপ্ত হওয়া
- ঈলমা = সাফল্য
- ঈহা = প্রত্যাশা
উ দিয়ে মেয়েদের আধুনিক নাম
- উত্তরা = মহাভারতের অভিমন্যুর স্ত্রী
- উমিকা,= সুন্দর নারী
- উদিতা = যার উদয় হয়েছে
- উশিতা = মজবুদ
- উদিত = আলো থেকে বেরিয়ে আসে যে সমৃদ্ধির সাথেচ
- উন্নতি = লাভ করে
- উতারা = উচ্চতর
- উদিশা = ভোরের প্রথম আলো
- উপলা = পাথর
- উপ্রিয়া = উপহার
- উর্ভী = রাজকুমারী
- উর্মিলা = তরঙ্গের মালা
- উপাধি = পদবী
- উপমিতি = জ্ঞান
- উন্মেষা = লক্ষ্য
- উর্বিজয়া = গঙ্গা নদীর এক নাম
- উলিমা = চতুর, বুদ্ধিমান
- উদিতা = পদ্মফুলে ভরা দিঘী
- উদগীতা = একটি মন্ত্র
- উর্জি = রাজকুমারী
ঊ দিয়ে মেয়েদের আধুনিক নাম
- ঊর্মিমালা = তরঙ্গের মালা
- ঊর্মিলা = তরঙ্গের মালা
- ঊষাকিরণ = ভোরের সূর্যকিরণ
- ঊসা = সকাল
- ঊর্বিনা = সখী , বন্ধু
- ঊন্যা = তার, স্রোতযুক্ত
- ঊর্বা = বিশালদ
- ঊবাহ = একটি ফু
- ঊনী = যে সাথে থাকে
- ঊলা =সমুদ্র থেকে পাওয়া যায় এমন রত্ন
ঋ দিয়ে মেয়েদের আধুনিক নাম
- ঋদিশা = হালকা, কোমল
- ঋতিকা = ঋতুর রানী
- ঋষা = স্বাধীন ইতিবাচক
- ঋদ্ধিমা = সুন্দর মুখটা
- ঋতু = সময় আবহাওয়া
- ঋতুশা = ভিন্নতা
- ঋদ্ধিকা = সফলতা ,প্রেম
- ঋদ্ধি = সমৃদ্ধ, সৌভাগ্য
- ঋজুতা = সরলরেখা
- ঋতিসা = সততার দেবী
- ঋগা = জ্ঞান, বেদ
- ঋতুসন্ধি = কৃষ্ণপক্ষের মিলন
- ঋষিমা = চাঁদের উজ্জ্বলতা
- ঋতুশ্রী = জাঁকজমক
- ঋতিকা = হাসিখুশি
- ঋধান্যা = বসন্ত ঋতু
- ঋত্রয়ী = বিশাল পৃথিবী
- ঋয়িকা = সাধিকা
- ঋচা = প্রতিভা, স্তবগান
- ঋদ্মিকা = জীবনের গান
- ঋপাংসী = ঈশ্বরের শক্তি
এ দিয়ে মেয়েদের আধুনিক নাম
- একা = একমাত্র, অদ্বিতীয়
- একাক্ষী = বুদ্ধিদীপ্ত চোখের নারী
- একর্পণা = দেবী পার্বতীর বোন
- এশা = পবিত্র, ভালবাসা
- এষণা = গভীর ইচ্ছা
- একান্তিকা = বিজয়ী হওয়ার জন্য যার জন্ম
- একচিত্তা = গভীর মনোযোগ
- এলামতি = অর্ধচন্দ্র
- এনা = মাধুর্যমন্ডিত
- এশা = যাকে কামনা করা হয়
- এক্কা = দেবী দুর্গা
- একান্তা = শান্ত, একাকী
- এধা = শক্তি, সুখ সমৃদ্ধি
- একজা = একমাএ কন্যা
- এলিনা = উন্নত চরিত্রের নারী
- এরিনা = রণভূমি
ঐ দিয়ে মেয়েদের আধুনিক নাম
- ঐশ্বিনী = দেবী লক্ষ্মী, ধনবতী
- ঐত্রী = তারা মিটমিট কয়রা আলো
- ঐক্য = মিলন
- ঐন্দ্রিলা = ইন্দ্রের স্ত্রী ইন্দ্রানী আরেক নাম
- ঐশী = ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন
- ঐশীতা = পবিত্র জল, নদী, যমুনা
- ঐনীতী = অনন্ত, অসীম
- ঐশ্বর্য = দেবত্ব সম্পদ
- ঐরাবতী = একটি নদীর নাম
- ঐন্দ্রি = ইন্দ্রের স্ত্রী
- ঐক্যতা = একসাথে
- ঐমল = আশা, ভরসা
- ঐরা = সূচনা, সিন্ধান
- ঐশনয়া = সুন্দর জীবন,আনন্দ
ও দিয়ে মেয়েদের আধুনিক নাম
- ওমিলা = রক্ষাকারী বন্ধু
- ওমিসা = জন্ম, মৃত্যুর দেবী
- ওজসিনী = অনলস, সবল
- ওম্না = ধার্মিক, বিশুদ্ধ
- ওমাক্ষী = শুভ চোখ যার
- ওভিয়া = শিল্পী, সুন্দর অঙ্কন
- ওদেলা = ধনী সঙ্গীত
- ওমেঘা = অন্তিম,সমাপ্ত
- ওফিরা = সোনা
- ওসমানী = ঐশ্বরিক রক্ষক, ঈশ্বরের দাস
- ওসপ্রিয়া = সাহসী
- ওজা= গুরুত্ব
- ওমা = নেতা, জীবন দান করা
- ওশা = জ্বলজ্বলে উজ্জ্বল,দহন,
- ওদোতি = ভোর সঞ্জীবনী
- ওম্যা = সাহায্য, দয়া
- ওনা = আগুন, অনুগ্রহ
- ওজতী = গুরুত্বপূর্ণ শক্তি থাকা, শক্তি
চেষ্টা করেছি এই আর্টিকেলের মধ্যে স্বরবর্ণ দিয়ে সুন্দর সুন্দর কিছু নাম লেখার। আশা করছি আপনাদের বাচ্চার জন্য পছন্দের নামটি পেয়ে গেছেন। আমার এই আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ঘুরে দেখবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url