অনার্স এবং ডিগ্রী মধ্যে পার্থক্য কি জানুন
আমরা অনেকেই আছি যারা অনার্স এবং ডিগ্রির মধ্য পার্থক্য সম্পর্কে জানি না। ভর্তি হওয়ার আগে অনার্স না ডিগ্রী নেব এই সম্পর্কে বিশেষ কিছুই জানা থাকে না। এছাড়াও অনার্স বা ডিগ্রি ভর্তি হওয়ার আগে আমাদের আশেপাশে অনেকের কাছেই আমরা পরামর্শ নিতে যায়। অনার্স পড়ব নাকি ডিগ্রী নিয়ে পড়ব এই জন্য।
যারা অনার্স করে তারা অনার্সের পরামর্শ দেয়, যারা ডিগ্রি করে তারা ডিগ্রী পরামর্শ দেয়। তবে আপনার ক্ষেত্রে কোনটি ভালো হবে আপনি এই আর্টিকেলটি পড়লে অবশ্যই বুঝতে পারবেন। আজ আমি এই আর্টিকেলের মধ্যে অনার্স এবং ডিগ্রির মধ্যে কি পার্থক্য সেটা তুলে ধরবো। যারা ভাবছেন অনার্স নিয়ে পড়বো, নাকি ডিগ্রি নিয়ে পড়লে ভালো হবে এই আর্টিকেলটি পড়লে আপনারা খুব সহজেই বুঝে যাবেন।
অনার্স হচ্ছে স্নাতক সম্মান এবং degree হচ্ছে শুধু স্নাতক। অনার্সের মেয়াদ চার বছর আর ডিগ্রী তিন বছর মেয়াদী। অনার্স শেষ করে যে কেউ সরাসরি বিসিএস দিতে পারে কিন্তু ডিগ্রি করে মাস্টার্স না করলে বিসিএস দেওয়া যায় না।
অনার্স সম্পর্কে বিস্তারিত তথ্য
অনার্স মূলত যেকোনো একটি বিষয়ের উপর খুঁটিনাটি পড়ানো হয়ে থাকে। যেমন ধরুন, আপনি যদি বাংলা নিয়ে পড়তে চান তবে আপনাকে চার বছর বাংলার বিভিন্ন বিষয় নিয়ে পড়ানো হবে, এরপর আপনি যদি ইংরেজিতে পড়তে চান চার বছর আপনাকে ইংরেজির উপর বিভিন্ন বিষয়ে পড়ানো হবে। এভাবে প্রতিটি সাবজেক্ট এর উপর বিশেষ গুরুত্ব দিয়ে, শুধু একটি মাত্র সাবজেক্ট এর উপরেই বিশেষ গুরুত্ব দিয়ে পড়ানো হয় যে সাবজেক্টে আপনি পছন্দ করে নিবেন।।
আরো পরুনঃ ChatGPT দিয়ে কিভাবে CV লিখবেন
অনার্স করার ক্ষেত্রে বিশেষ একটি সুবিধা হল এখানে মার্ক তোলা খুব সহজ। কেন বলছি- বিভিন্ন সাবজেক্ট এর ক্ষেত্রে যেমন বিশেষ করে বিজ্ঞান বিষয়গুলোতে মার্ক তোলা সহজ হয়ে থাকে সেখানে প্রাক্টিক্যাল বিষয়ে অনেক মার্ক তোলা সম্ভব। আবার বিভিন্ন শিক্ষা সফরে যাওয়ার জন্য আলাদা মার্ক পাওয়া যায় বিভিন্ন ধরনের মাঠ প্রতিবেদন করতে হয় সেখানেও আলাদা আলাদা নম্বর বন্টন করা হয়ে থাকে। আবার যদি শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে না আসে সেক্ষেত্রে নাম্বার কাটা যায় নাম্বার কাটা যাওয়ার ভয়ে অনেক শিক্ষার্থী ক্লাস করতে আসে এবং ভালো রেজাল্ট করতে পারে।
ডিগ্রী সম্পর্কিত বিস্তারিত তথ্য
ডিগ্রী সাধারণত কয়েকটি বিষয়ের কিছু কিছু অংশ পড়ানো হয়। যেমন ধরুন-আপনি সমাজকর্ম নিয়ে পড়ছেন তার মধ্যে আপনাকে পড়তে হবে যুক্তিবিদ্যা, পরিসংখ্যান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এই ধরনের আরো অনেক সাবজেক্টের কিছু কিছু অংশ পড়তে হয়। এক বছরে সাতটি বিষয় পড়তে হবে সবাইকে এর মত তিনটি বিষয় আবশ্যিক। যে তিনটি বিষয় আবশ্যিক সেটা হল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বাংলা ভাষা ও ইংরেজি। ডিগ্রিতে কোন সাবজেক্ট মেজর থাকে না।
ডিগ্রি হচ্ছে তিন বছরের কোর্স ৩ বছর পর দুই বছরের জন্য মাস্টার্স করলে অনার্স এর সমমান সম্মান পাওয়া যায়। এখানে ক্লাস করার কোন বাধ্যবাধকতা নেই এবং খরচ অনেকটাই অনার্সের তুলনায় কম এছাড়াও যারা ইন্টার পাশ করার পর চাকরি করে পড়াশোনা চালিয়ে যেতে চান তাদের জন্য ডিগ্রী একদম পারফেক্ট। যদি কেউ ডিগ্রী শেষ করে মাস্টার্স করে তবে অনার্সের সম্মান অগ্রাধিকার পায়। সাধারণত ডিগ্রির ছাত্র ছাত্রীরা পঠিত কিছু বিষয় সম্পর্কে জ্ঞানলাভ করে থাকে।
সার্টিফিকেটের মান ডিগ্রির চাইতে অনার্সের অনেকটাই বেশি। সরকার এখন ডিগ্রী পড়ুয়া শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করেছেন যারা ভাল করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারবে তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থা রয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এই উপবৃত্তির ব্যবস্থা করা হয়ে থাকে এতে মেয়েদের পাশাপাশি ছেলেদেরও উপবৃত্তির ব্যবস্থা রয়েছে।
অনার্স এবং ডিগ্রির পার্থক্য
চাকরির ক্ষেত্রে বলি তাহলে অনার্স সম্পূর্ণ কারীদের সরাসরি ব্যাংক বা যেকোনো চাকরিতে নিয়োগ দিয়ে থাকে। কিন্তু ডিগ্রী যারা তাদের ক্ষেত্রে তিন বছর ডিগ্রি করার পর দুই বছরের মাস্টার্স কমপ্লিট করে চাকরির নিয়োগ পরীক্ষা দিতে পারবে। মাস্টার্স সম্পূর্ণ না করলে নিয়োগ দেওয়া হয় না।
অনার্সের ক্ষেত্রে যে কোন একটি বিষয় খুব ভালোভাবে পড়ানো হয়। সেক্ষেত্রে ডিগ্রিতে তা আংশিক হয়ে থাকে। অনার্স ও ডিগ্রির মধ্যে রয়েছে বিশাল ব্যবধান। দেখা যায় অনার্স এর পড়ে মাস্টার্স এর কোর্সটা শুধু এক বছরে হয়ে থাকে কিন্তু ডিগ্রী করার পর মাস্টার্স করার যেমন অসুবিধা রয়েছে তেমনি সুবিধা রয়েছে। ডিগ্রির পর মাস্টার্স করতে দুই বছর সময় লাগে বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে ডিগ্রীর পরে মাস্টার্স কমপ্লিট করার পরেই চাকরিতে অংশগ্রহণ করতে পারে তার আগে নয় পক্ষান্তরে অনার্স শিক্ষার্থীরা অনার্স করেই চাকরির নিয়োগ পরীক্ষা তে অংশগ্রহণ করতে পা্রে।
যারা ডিগ্রির ছাত্র-ছাত্রীদের ছোট করে দেখি তবে এটা আমাদের একদম করা উচিত নয় কারণ অনেক অনার্স ছাত্র-ছাত্রী যারা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু অনেক ডিগ্রি শিক্ষার্থী আছে যারা ডিগ্রি করার পর মাস্টার্স কমপ্লিট করে বড় চাকরি করছে।
আমরা অনার্সের সুবিধা মোটামুটি ভাবে জানলাম অনার্সে পড়তে হলে অবশ্যই একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী হতে হবে কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের দেশে অনেক শিক্ষার্থী আছে যারা বিভিন্ন কাজ করে বা অনেক ধরনের ছোটখাটো চাকরি করতে করতে পড়াশোনা চালিয়ে যেতে চাই তাদের জন্য ডিগ্রী বেস্ট।
পরিশেষ
এতোটুকুই বলতে চাই অনার্স করুন বা ডিগ্রি করুন পড়াশোনাটাই করা আসল কথা। আপনার লক্ষ্য কি সেটা আগে স্থির করে নিন তারপর নিজ লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে আপনাকে যে পর্যন্ত পড়াশোনা করতে হবে সেটা অবশ্যই ভালো করে করতে হবে। অনেকেই ভাবেন ডিগ্রি করে এখনো সম্ভব না আমি বলব এটা একদমই ভুল অনার্স বা ডিগ্রী যেটাই করুন আপনাকে ভালোভাবে পড়াশুনা করে ভালো রেজাল্ট করতে হবে। ভালো রেজাল্টই পারে জীবনকে একমাত্র উন্নতির শিখরে পৌঁছে দিতে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url