ঘরোয়া পদ্ধতিতে দাঁত ব্যথার চিকিৎসা
দাঁত ব্যথা হবার কোন বয়স নেই সব ধরনের মানুষেরই দাঁতের বিভিন্ন সমস্যার কারণে দাঁতে ব্যথা হয়। যার কারণে আমরা ঠিক মতো কথা বলতে পারি না মানসিক শারীরিক কোন শান্তি পাই না। দাঁত ব্যথা করলে পানীয় জাতীয় কোন খাবারই খেতে ইচ্ছে করে না এতে করে আরো বেশি ব্যথা করে
আমরা বিভিন্ন বিজ্ঞাপন বা ফোনে দেখতে পাই বিভিন্ন ধরনের টুথপেস্ট ব্যবহার করার কথা বলেন দাঁতকে সুন্দর এবং ঝকঝকে করার জন্য। তবে কেউই বলেন না দাঁত ব্যথা হলে আমরা কি করব। দাঁত কে সুন্দর রাখতে যেমন টুথপেস্ট ব্যবহার করা উচিত তেমন সুস্থ রাখতে ও আমাদের অনেক কিছু করা উচিত। চলুন আমরা এই আর্টিকেল পড়ে জেনে নেই দাঁত ব্যথা হলে আমরা বাড়িতে বসে কিভাবে সেটা থেকে মুক্তি পাবো।
দাঁত ব্যথা হবার কারণ
অনেক সময় আমাদের দাঁতে বিভিন্ন ধরনের গর্ত দেখা দিলে আমরা ডাক্তারের কাছে গিয়ে সেটা ফিলিং করায়। এবং ফিলিং কিছুদিন রাখার পর সেই ফিলিং যদি উঠে যায় সেখান থেকে আমাদের দাঁত ব্যথা করে। দাঁতে বিভিন্ন ধরনের গর্ত দেখা দেয়ার কারণে দাঁত ব্যথা করে…।
দাঁত ভেঙে গেলে দাঁত ব্যথা করে। দাঁতের স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে দাঁত ব্যথা করে শুধু দাঁতই নয় দাঁত ব্যথা করলে দাঁত থেকে মাথা এবং চোখও ব্যাথা করে।
আজ আপনাদের বলব ঘরোয়া বেশ কিছু উপায়ে আমরা দাঁত ব্যথার সমস্যা থেকে মুক্তি পেতে পারি
দিনে দুই থেকে তিন বার গরম পানির সঙ্গে লবণ মিশিয়ে মুখে এক মিনিটের মতো রাখতে হবে। এবং বারবার কুলকুচি করতে হবে।
এক চামচ লবণের সঙ্গে একটু সরিষার তেল মিশিয়ে দাঁতে লাগাতে পারেন বা সরিষার তেলের বদলে একটু লেবুর রস মিশিয়ে পেস্ট করে দাঁতে মেসেজ করতে পারেন তারপর হালকা গরম পানি দিয়ে কুলকুচি করে ধুয়ে ফেলুন এতে করে অনেক উপকার আসে।
এন্টিবায়োটিক হিসাবে আমরা দাঁতে রসুন ব্যবহার করতে পারি। দাঁতে যে ব্যাকটেরিয়া তৈরি হয় , সেই ব্যাকটেরিয়া রসুন ধ্বংস করতে সহায়তা করে। এক কোয়া রসুন নিয়ে সেটাকে পেস্ট করে তার সঙ্গে সামান্য পরিমাণ লবণ দিয়ে ব্যাথার স্থানে বেশ কিছুক্ষণ লাগিয়ে রাখার পর রসুন ইচ্ছা করলে চিবিয়ে খেতে পারেন না হলে ফেলে দিতে পারেন। রসুন বেশ কিছু দিন লাগাবেন এটাতে করে অনেক উপকার পাবেন।
আমরা অনেকেই জানিনা অ্যালোভেরা আমাদের দাঁতের জন্য অনেক উপকার করে। অ্যালোভেরা তে আছে এন্টি ব্যাকটেরিয়াল উপাদান যা আমাদের দাঁতকে সুস্থ এবং ব্যথা মুক্ত রাখতে সহায়তা করবে।
অ্যালোভেরা পেস্ট করে দাঁতের ব্যথাযুক্ত স্থানে লাগিয়ে রাখবেন তারপর কুলকুচি করে দাঁত ধুয়ে ফেলবেন।
দাঁতের ব্যথা কমাতে পেয়ার পাতাও উপকারী ভূমিকা রাখে। পেয়ারা পাতা ভালো করে পরিষ্কার করে আপনি চিবতে পারেন কিংবা গরম পানিতে বেশ কিছুক্ষণ পেয়ারা পাতা ফুটিয়ে নিয়ে সেই পানি দিয়ে কুলকুচি করতে পারেন।
আমলকির রসের সঙ্গে একটু কর্পূর যোগ করে এবং এর মধ্যে একটু তিলের তেল মিশিয়ে পেস্ট করে মাড়িতে মালিশ করুন। স্বল্প মেয়াদি দাঁতের ব্যথা কমাতে উপকার দেয়।
চিমটি হিং এর সঙ্গে একটু হলুদ গুঁড়ো আরেকটু জল মিশ্রণ করে দাঁতের গোড়ায় ভালোভাবে চেপে রাখতে পারেন।
দাঁতের ব্যথার জন্য লবঙ্গ ব্যবহারের উপায়
আমরা জানি লবঙ্গ শুধু দাঁতই নয় আমাদের অনেক সমস্যার সমাধান করে, এটি একটি মসলা যা আমরা গাছ থেকে পাই। দাঁতের ব্যথা, কাশি , মাড়ির ঘা, বদহজম, হাঁপানি, মুখের ঘা বিভিন্ন ধরনের সমস্যা থেকে লবঙ্গ সমাধান দেয়।
কয়েকটি লবঙ্গ মুখের মধ্যে রেখে দিতে পারেন। মুখে লবঙ্গ রাখার ফলে লবঙ্গ উপকারী উপাদান আপনার লালার সাহায্যে বেদানাদায়ক জায়গায় স্পর্শ করবে এবং ব্যথা কমাতে সহায়তা করবে।
লবঙ্গ মিশিয়ে আপনারা চা তৈরি করেও খেতে পারেন , এর কোন পরিমাপ নেই কয়েকটি লবণ ব্যবহার করে গরম পানিতে বেশ কিছুক্ষণ ফোটানোর পরে চা পাতা দিয়ে চা করে এটি আপনারা খেতে পারেন এতে করে আপনার দাঁতের জন্য এবং শরীরের জন্য উপকার।
হাফ চামচ লবঙ্গের গুড়া ও সামান্য পরিমাণ নারকেল তেল দিয়ে আপনারা ঘরে বসে একটি পেস্ট বানিয়ে নিন , এবং দাঁতের বিভিন্ন জায়গায় টুথব্রাশের সাহায্যে ব্যবহার করুন। এটা দাঁতের ঔষধ বলতে পারেন।
এছাড়াও আরো উপায়ে লবঙ্গ দাঁতে ব্যবহার করা যেতে পারে , গরম পানিতে বেশ কিছুক্ষণ কয়েকটি লবঙ্গ ফুটিয়ে নিন, এবং সেই গরম পানি বারবার করে কুলকুচি করুন।
কয়েকটি লবঙ্গ মুখের মধ্যে রেখে দিতে পারেন। মুখে লবঙ্গ রাখার ফলে লবঙ্গ উপকারী উপাদান আপনার লালার সাহায্যে বেদানাদায়ক জায়গায় স্পর্শ করবে এবং ব্যথা কমাতে সহায়তা করবে।
লবঙ্গ মিশিয়ে আপনারা চা তৈরি করেও খেতে পারেন , এর কোন পরিমাপ নেই কয়েকটি লবণ ব্যবহার করে গরম পানিতে বেশ কিছুক্ষণ ফোটানোর পরে চা পাতা দিয়ে চা করে এটি আপনারা খেতে পারেন এতে করে আপনার দাঁতের জন্য এবং শরীরের জন্য উপকার।
হাফ চামচ লবঙ্গের গুড়া ও সামান্য পরিমাণ নারকেল তেল দিয়ে আপনারা ঘরে বসে একটি পেস্ট বানিয়ে নিন , এবং দাঁতের বিভিন্ন জায়গায় টুথব্রাশের সাহায্যে ব্যবহার করুন। এটা দাঁতের ঔষধ বলতে পারেন।
এছাড়াও আরো উপায়ে লবঙ্গ দাঁতে ব্যবহার করা যেতে পারে , গরম পানিতে বেশ কিছুক্ষণ কয়েকটি লবঙ্গ ফুটিয়ে নিন, এবং সেই গরম পানি বারবার করে কুলকুচি করুন।
উপসংহার
ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক ব্যাক্তিদেরও দাঁতের ব্যথা হয়। তাই যখন দাঁতের ব্যথা হবে তাই এই উপায় গুলা আমাদের জেনে রাখা দরকার। তবে আমাদের সবারই উচিত দাঁত ব্যথা হওয়ার আগে থেকেই দাঁতের ভালো করে যত্ন নেওয়া। আমরা যদি প্রথম থেকে দাঁতের যত্ন নেই তাহলে আমাদের আর কোন কষ্ট করতে হবে না। আমার এই আর্টিকেল পড়ে আপনারা যদি উপকৃত হন তাহলে আমার পেজটি ঘুরে দেখতে পারেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url